ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

এশরার লতিফের রহস্য উপন্যাস ‘মধ্যরাতের পরে’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক ড. এশরার লতিফের রহস্য উপন্যাস ‘মধ্যরাতের পরে’। বইটি প্রকাশিত হয়েছে আজব প্রকাশ থেকে।

বইমেলার ৩৯৮-৩৯৯ নম্বর স্টল এবং অনলাইন বুকশপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। ১৩৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লেখক জানান, ঠিক মধ্যরাতের পরে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে আছে নগরবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিয়ার নিথর দেহ। মাত্রই একটি অভ্যুত্থান ঘটে গেছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। সুযোগটি কাজে লাগিয়ে কে মারলো প্রিয়াকে? এমন প্রশ্নের উত্তর মিলবে এই উপন্যাসে।

ড. এশরার লতিফ যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক। পৃথিবীর শীর্ষস্থানীয় নির্মাণ ও উপকরণ সংক্রান্ত গবেষণা পত্রিকাগুলোয় তার গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় কিছু একাডেমিক জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্য। তিনি প্রথম বাংলাদেশি সার্টিফায়েড প্যাসিভ হাউজ ডিজাইনার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বইয়ের প্রতি ভালোবাসা তার ছোটবেলা থেকেই। প্রথম গল্প সংকলন ‘স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প’ ২০১৮ সালের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশ হয়। তার ইংরেজি ছোটগল্প ‘মীরা’ ২০১৯ সালে বার্লিন রাইটিং প্রাইজ প্রতিযোগিতায় লং-লিস্টেড হয়েছিল।

এ ছাড়া বিভিন্ন সময়ে উপন্যাস ‘গোধূলি রিসোর্ট’, ‘অলাতচক্র’, ‘বর্ণ-পরমাণু’, ‘প্রপঞ্চভুজ’, ‘জেসমিন এবং একগুচ্ছ অন্ধকার’, ‘ত্র্যহস্পর্শ’, ‘ঝুমঝুমি কি বেঁচে আছে’, ‘ইতি, তোমার রূপা’ এবং ‘নক্ষত্র-নূপুর’; গল্পগ্রন্থ ‘গল্পদ্রুম’ এবং ‘গল্পবৃষ্টি’; কাব্যগ্রন্থ ‘শেয়ের-এ-এশরার’ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন