ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের ‘বিসর্জন’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে তরুণ কবি ও কথাসাহিত্যিক শফিক রিয়ানের ‘বিসর্জন’। এটি তার ৬ষ্ঠ বই এবং চতুর্থ উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।

বইটি প্রকাশ করছে উপকথা প্রকাশন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি রকমারি ডটকমসহ আগামী বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

নতুন বই সম্পর্কে শফিক রিয়ান বলেন, ‘সাহিত্যের জগতটাতে এসে প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় অনেক বেশি।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘বিশেষ কোনো উদ্দেশ্য মাথায় রেখে লেখালেখি শুরু করিনি। আমি শুধু ততটুকুই লিখতাম; যতটুকু আমার মন চাইতো। মনের খোরাক মেটাতেই লেখার কাজটুকু করতাম।’

তিনি আরও বলেন, ‘এতসব মানুষের সংস্পর্শ আমাকে বদলে দিয়েছে। জগতটা আমাকে বলে, সবার জন্য লিখতে। যারা বলতে চান, লিখতে চান কিন্তু পারেন না; তাদের কথাগুলো এখন আমিই বলার চেষ্টা করি।’

এর আগে শফিক রিয়ানের ‘আজ রাতে চাঁদ উঠবে না’ (২০২১), ‘মেঘ বিষাদের দিন’ (২০২২), ‘বিধ্বস্ত নক্ষত্র’ (২০২২), ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ (২০২৩) এবং ‘বিষাদের ছায়া’ (২০২৪) বইসমূহ প্রকাশ হয়। তার বইগুলো পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান লেখক। নতুন উপন্যাস নিয়েও তিনি আশাবাদী।

এসইউ/এমএস

আরও পড়ুন