আসছে ইলমা বেহরোজের ‘শৈলচূড়ায় চাঁদের হাসি’
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় লেখক ইলমা বেহরোজের রোমান্টিক উপন্যাস ‘শৈলচূড়ায় চাঁদের হাসি’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যধারা। প্রচ্ছদ করেছেন ফারিহা তাবাসসুম। মূল্য রাখা হয়েছে ৬৪০ টাকা। রকমারিতে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
প্রকাশক জানান, ইলমা বেহরোজের ‘শৈলচূড়ায় চাঁদের হাসি’ এমন একটি উপন্যাস, যেখানে আছে গভীর প্রেমের উষ্ণতা, দেশপ্রেমের উদাত্ত আহ্বান এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার অদম্য আকাঙ্ক্ষা। উপন্যাসের প্রতিটি পাতায় ছড়িয়ে আছে গভীর আবেগের স্পন্দন, যা পাঠককে ভাবিয়ে তুলবে প্রেমের নিগূঢ় অর্থ ও ভাগ্যের অমোঘ লিখন নিয়ে।
ইলমা বেহরোজের ডাকনাম ইলমা। জন্ম ২০০৩ সালের ১৮ জুলাই। জন্মস্থান নেত্রকোনা হলেও তার বেড়ে ওঠা সিলেটে। ছোটবেলা থেকেই গল্প-উপন্যাসের প্রতি ছিল তার ভীষণ ঝোঁক। তারই ধারাবাহিকতায় তার প্রথম বই ‘মায়ামৃগ’। এরপর ‘পদ্মজা’ লিখে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
গত বইমেলায় ইলমা বেহরোজকে ঘিরে আলোচনা তৈরি হয়। অন্যধারার স্টলে পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়। রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পান এই লেখক। অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকেই সাহিত্যচর্চা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার লেখার আলোচনা-সমালোচনা।
এসইউ/জেআইএম