ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

প্রকাশিত হলো ছোটদের পত্রিকা ‘কানামাছি’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

প্রকাশিত হয়েছে ছোটদের পত্রিকা ‘কানামাছি: সম্ভাবনার বাংলাদেশ’ সংখ্যা। আশ্বিন-কার্তিক ১৪৩১ এবং সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪ সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।

‘এসো স্বপ্নের মতো দেশ গড়ি’ স্লোগানে সংখ্যাটিতে স্থান পেয়েছে ছড়া, কিশোর কবিতা, ছোটদের গল্প, ঐতিহাসিক গল্প, বিজ্ঞান ফিচার, খেলতে শিখি, ফিচার বা নিবন্ধ, চলো বড় হই এবং বই পরিচিতি।

পত্রিকাটির সম্পাদক মঈন মুরসালিন বলেন, ‘৫ আগস্ট বাংলাদেশে নতুন একটি স্বপ্নের বীজ রোপিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশজুড়ে সবাই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘সেই স্বপ্নের বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর বাংলাদেশ। আজকের শিশু-কিশোররাই সেই তারুণ্যের বাংলাদেশের প্রেরণা। সবাই মিলে গড়ে তুলবো সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’

ছোটদের প্রিয় এই পত্রিকা প্রতিভা প্রকাশের কার্যালয়, পাঠক সমাবেশ, বাতিঘরসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্র ও অনলাইন বুকশপে পাওয়া যাবে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন