ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে রাইসুল ইসলামের কাব্যগ্রন্থ ‘নিয়তির নির্বাসন’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

প্রকাশিত হতে যাচ্ছে কবি রাইসুল ইসলামের কাব্যগ্রন্থ ‘নিয়তির নির্বাসন’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান বই অঙ্গন প্রকাশন। প্রচ্ছদ করেছেন আহমাদ বোরহান।

‘নিয়তির নির্বাসন’ রাইসুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কিছু চিহ্ন থাক’ ২০২৩ সালে প্রকাশিত হয়।

রাইসুল ইসলাম পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা আলী হোসেন, মা হোসনেয়ারা বেগম। বর্তমানের প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে তার নাম বিশেষভাবে পরিচিত।

রাইসুল ইসলাম তার লেখায় মানুষের যাপিত জীবনকে গুরুত্ব দেন সর্বাগ্রে। ফলে বিশেষ দরদে উঠে আসে প্রান্তবর্গীয় মানুষদের জীবন ও মধ্যবিত্তের সমাচার।

এসইউ/জেআইএম

আরও পড়ুন