ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

অনুপ্রাণনের কবি ও কবিতার প্রথম পর্ব প্রকাশ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৯ জুলাই ২০২৪

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণনের ত্রয়োদশ বর্ষ প্রথম সংখ্যা, সাম্প্রতিকের কবি ও কবিতা সংখ্যা প্রথম পর্ব। সংখ্যাটিতে আছে অনুপ্রাণন নির্বাচিত ২৫ জন কবিকে নিয়ে আলোচনা।

জানা যায়, সাম্প্রতিকের ১০০ জন কবি থেকে ২৫ জন কবির জীবনী, প্রকাশনা, পুরস্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবি রচিত কবিতাসমূহ নিয়ে সামষ্টিক আলোচনা এতে স্থান পেয়েছে। যাদের জন্ম ১৯৬৬-১৯৮৫ সালের মধ্যে।

আরও পড়ুন

নির্বাচিত সাম্প্রতিকের ১০০ জন কবি থেকে যে ২৫ জন কবিকে নিয়ে লেখা এরই মধ্যে পাওয়া গেছে, প্রাপ্তি অনুক্রমে ওই লেখাসমূহ সাম্প্রতিকের কবি ও কবিতা সংখ্যা প্রথম পর্বে সংকলিত হয়েছে।

চার রঙা প্রচ্ছদসহ এ-ফোর সাইজের ১৭২ পৃষ্ঠার সাদা-কালো সংখ্যাটির মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে ঢাকার কাঁটাবন এবং বাংলাবাজারে অনুপ্রাণনের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে। ঘরে বসে পেতে চাইলে যোগাযোগ করতে পারেন ফোন অথবা ই-মেইলে।

এসইউ/এএসএম

আরও পড়ুন