ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

চট্টগ্রাম বইমেলায় সাংবাদিক আহমেদ কুতুবের ‘স্বপ্নচাষি’

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামে অমর একুশে বইমেলায় এবার বের হয়েছে সাংবাদিক আহমেদ কুতুবের ‘স্বপ্নচাষি’। এটি লেখকের তৃতীয় বই। শব্দাঞ্জলী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটি চট্টগ্রাম অমর একুশে বইমেলার চট্টগ্রাম প্রেস ক্লাবের ১-২নং স্টল বাদেও ৯৮-৯৯নং আপন আলো স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন রুবেল চৌধুরী। বইটিতে কৃষি, পরিবেশ ও প্রকৃতির নানান উপাদানের সন্নিবেশ ঘটিয়েছেন লেখক।

পত্রিকার পাতায় আহমেদ কুতুব নামে লিখে পাঠকমহলে পরিচিতি কুঁড়ালেও তার প্রকৃত নাম কুতুব উদ্দিন। চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠানালা পশ্চিম মলিয়াইশ গ্রামে জন্ম কুতুবের। তিনি প্রয়াত স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুল বাহারের একমাত্র ছেলে। অনুসন্ধানী সাংবাদিকতা আহমেদ কুতুবকে অনেক দূর নিয়ে গেছে। তিনি নিজ মেধায় ঘটনার প্রকৃত ঘটনা পাঠকের সামনে তুলে ধরতে সমর্থ হন। এবারের বইমেলায় তার প্রকাশিত ‘স্বপ্নচাষি’ বইটি পাঠকদের মাঝে সমাদৃত হয়েছে। এরআগে ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ এবং ‘কারাগারের অন্দরমহল’ নামে তার দুটি বই প্রকাশিত হয়।

ছাত্রজীবনের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আহমেদ কুতুব বর্তমানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির প্রচার ও গণমাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি সামাজিক সাংষ্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। চট্টগ্রামস্থ মীরসরাই সাংবাদিক ফোরাম ‘সুবন্ধন’ এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এ লেখক। পেশাগত জীবনে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক সমকালের চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

আহমেদ কুতুবের ‘স্বপ্নচাষি’ বইটির ভূমিকা লিখেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ। ছাদবাগান, ছাদকৃষি, কৃষিজ প্রযুক্তি, দেশি বিদেশি পরিচিত অপরিচিত ফল চাষে নানান সফলতার গল্প সংযোজন করা হয়েছে বইটিতে। তাছাড়া চট্টগ্রামের এপ্রান্ত ওপ্রান্ত ঘুরে পশুপ্রেম, মানবতা ও সমাজ সচেতনতা নিয়ে তুলে আনা নানান গল্পের সমাহার ‘স্বপ্নচাষি’।

ইকবাল হোসেন/এমআরএম/এএসএম