বইমেলায় পাওয়া যাচ্ছে শফিক হাসানের ২ বই
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে শফিক হাসানের ২টি বই। শিশুতোষ গল্পগ্রন্থ ‘নতুন জামার আনন্দ’ প্রকাশ করেছে কিডজ কারাভান। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। বইটি পাওয়া যাচ্ছে শিশু চত্বরে ৬২৫ নাম্বার স্টলে। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।
অন্য বইয়ের নাম ‘ইট ছুড়লে পাটকেল ফ্রি’। এটি রম্যগল্প গ্রন্থ। প্রকাশ করেছে পুণ্ড্র প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আহসান হাবীব। বইমেলায় পাওয়া যাচ্ছে ১৪১ নাম্বার স্টলে। মুদ্রিত মূল্য ২৮০ টাকা। দুটি বই বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ কমিশন বাদ দিয়ে আরও কমে কিনতে পাওয়া যাবে।
আরও পড়ুন
• বইমেলায় এসেছে সরোজ মেহেদীর নতুন বই
• পলিয়ার ওয়াহিদের ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’
‘নতুন জামার আনন্দ’ বইয়ে রয়েছে ৩টি গল্প। শিশু মনস্তত্ত্বে যেন ইতিবাচক রেখাপাত করে, এসব বিষয় সচেতনভাবে মাথায় রেখেই গল্পগুলো লেখা হয়েছে। ‘ইট ছুড়লে পাটকেল ফ্রি’ ছোট-বড় সব শ্রেণির পাঠকের বই। সমকালীন নানা অসংগতি, অব্যবস্থাপনা, উল্টোপথে হাঁটার অপসংস্কৃতির মতো বিষয়গুলো ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০টি রম্যগল্পে।
লেখক শফিক হাসান বলেন, ‘আপাতত এই ২টি বই মেলায় এসেছে। আরও দুই-তিনটি বই জমা আছে প্রকাশকের দপ্তরে। নতুন আর কোনো বই প্রকাশিত না হলেও সেসব নিয়ে চিন্তাগ্রস্ত নই।’
শফিক হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি। অন্য কয়েকটি বই পাওয়া যাচ্ছে বইমেলার অনুপ্রাণন প্রকাশন, মুক্তদেশ, সাহিত্যদেশ, আনন, টাঙ্গন, দেশ পাবলিকেশন্স, শুদ্ধপ্রকাশ, চন্দ্রবিন্দু, ছোটদের সময় স্টলে।
এসইউ/এমএস