ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় এসেছে সরোজ মেহেদীর নতুন বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলায় এসেছে সাহিত্যিক ও গবেষক সরোজ মেহেদীর নতুন বই ‘চেনা নগরে অচিন সময়ে’। কোভিড-১৯ মহামারিকালে ভারতে যাপিত জীবন এবং সেখান থেকে দেশে ফেরার পথে দেখা নানা ঘটনা ও এসবের ওপর নিজের পর্যবেক্ষণ নিয়ে বইটি লিখেছেন তিনি।

মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। এটি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬০-৩৬২ নম্বর স্টলে পাওয়া যাবে। এ ছাড়া শাহবাগের আজিজ সুপার মার্কেটের উৎস প্রকাশনে, রকমারিসহ অনলাইন বিপণন প্ল্যাটফর্মগুলোতেও পাওয়া যাবে।

আরও পড়ুন: ইমতিয়াজ আহমেদের কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’

‘চেনা নগরে অচিন সময়ে’ প্রসঙ্গে সরোজ মেহেদী বলেন, ‘শিক্ষার টানে ২০১৯ সালে ভারতের চণ্ডিগড়ে যেতে হয়েছিল। সেখানে যাপিত জীবন, এর মধ্যে ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির হানা, ওই দুঃসময়ে দেশে ফেরার সময় নানা সুখকর-অসুখকর ঘটনার অভিজ্ঞতা লিখতে শুরু করি। সেসব ঘটনা, নিজের কিছু পর্যবেক্ষণ নিয়ে দাঁড়িয়েছে ‘চেনা নগরে অচিন সময়ে’ বইটি।’

সাহিত্যিক সরোজ মেহেদী বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।

এসইউ/এমএস

আরও পড়ুন