ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলার মাঠে সেজে উঠছে স্টল-প্যাভিলিয়ন

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

চলতি বছরের ফেব্রুয়ারির ১ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বরাবরের মতোই বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলা শুরুর সময়কে মাথায় রেখে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। সে অনুযায়ী স্টল-প্যাভিলিয়ন নির্মাণের কর্মযজ্ঞ শুরু করেছেন প্রকাশকরা।

সরেজমিনে জানা যায়, এবারও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা। মেলার মাঠে স্টল-প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ত সময় পাড় করছেন নির্মাণশ্রমিকরা। বাহারি ডিজাইনে নান্দনিক স্টল-প্যাভিলিয়ন নির্মাণ করছেন তারা। হাতুড়ির শব্দে মুখরিত মেলা প্রাঙ্গণ। রং করায় ব্যস্ত রংমিস্ত্রিরা।

এবারও স্টল বা প্যাভিলিয়ন মজবুত ভাবে তৈরি করতে ব্যবহার করা হচ্ছে নানাবিধ উপকরণ। এতে খরচের সঙ্গে বেড়েছে বাহ্যিক সৌন্দর্য। মেলার মাঠে কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, ডিজাইনারসহ বিভিন্ন পেশার মানুষের পরিশ্রমে গড়ে ওঠে স্টলগুলো। বইমেলা উদ্বোধনের আগেই স্টল বা প্যাভিলিয়নের কাজ শেষ করার আশা করছেন প্রকাশক ও নির্মাণশ্রমিকরা।

আরও পড়ুন: বইমেলায় থাকুক বইয়ের আধিপত্য

স্টল নির্মাণের কর্মযজ্ঞ প্রসঙ্গে প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন বলেন, ‘হাতুড়ি-বাটালের ছন্দে স্টল নির্মাণ চলছে। অমর একুশে বইমেলায় প্রতিভা প্রকাশের স্টল নম্বর ২০৯-২১০-২১১। প্রতিভা প্রকাশের সব লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীকে স্বাগতম।’

jagonews24

মেলার মাঠে ঘুরতে আসা শিশুসাহিত্যিক রুনা লায়লা বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার স্টল নির্মাণের কাজ চলছে। খুব ভালো লেগেছে বইমেলার প্রস্তুতিপর্ব। দারুণ আড্ডা হলো। বইমেলার সার্বিক আয়োজন চমৎকার হচ্ছে। শুভ কামনা সবার জন্য।’

কিংবদন্তী পাবলিকেশনের কর্ণধার অঞ্জন হাসান পবন বলেন, ‘আমাদের স্টল নির্মাণের কাজ শতকরা আশি ভাগ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের আগেই পুরোপুরি সুসজ্জিত করতে পারবো। মেলার প্রথম দিনেই বেশিরভাগ নতুন বই চলে আসবে। এছাড়া প্রথম সপ্তাহের মধ্যে সব নতুন বই স্টলে রাখতে পারবো বলে আশাবাদী।’

আরও পড়ুন: পাঠকে পরিপূর্ণ বইমেলা অনুষ্ঠিত হোক: সাদাত হোসাইন

দেশ পাবলিকেশন্সের কর্ণধার অচিন্ত্য চয়ন বলেন, ‌‘অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। ভাষার মাসে লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলা অনুষ্ঠিত হয়। চলছে মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি। যদিও এ বছর বাংলা একাডেমি সময় কম দিয়েছে, এর কারণ অজানা। তবু সবাই চেষ্টা করছি সঠিক সময়ে স্টলের কাজ শেষ করতে। কিছু প্রকাশকের স্টল হয়তো শেষ করতে পারবেন না। প্রত্যাশা রাখি, সবাই ঠিক সময়ে কাজ সেরে মেলার নান্দনিকতা রক্ষা করবেন।’

এসইউ/এসএম

আরও পড়ুন