ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

প্রকাশিত হয়েছে নুসরাত সুলতানার দ্বিতীয় গল্পগ্রন্থ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

 

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও লেখক নুসরাত সুলতানার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘নাচের শহর রূপেশ্বরী’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অনুপ্রাণন।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘ছোটগল্প লেখকের শৈল্পিক সক্ষমতার দলিল। উনবিংশ শতাব্দীতে ইউরোপীয় সাহিত্যে ছোটগল্পের আবির্ভাব ঘটে। বাংলা সাহিত্যে ছোটগল্পের ভগীরথ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই ছোটগল্পের সার্থক ও প্রধান শিল্পী। তারপর মানিক বন্দোপাধ্যায়ের হাতে ছোটগল্প এক দুর্দান্ত অনমনীয় মাত্রা অর্জন করেছে। এরপর ছোটগল্পকে সমৃদ্ধ করেছেন অনেক গল্পকার।’

আরও পড়ুন: আসছে সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই

তিনি বলেন, ‘বিশ্বায়ন এবং প্রযুক্তির কারণে মানুষের জীবনের পরিধি যেমন বেড়েছে; তেমনই বেড়েছে গল্পেরও ভূগোল। এতসব সার্থক গল্পকারের ভিড়ে দ্বিতীয় দশকে আমিও চেষ্টা করেছি ছোটগল্পের জন-জমিন-ভাষায় নিজস্ব স্বর সৃষ্টি করতে। কতটা সফল হয়েছি সে বিচার শ্রদ্ধেয় পাঠকের হাতে।’

গল্পের বোদ্ধা পাঠকরা নিজের পাঠের তালিকায় বইটি সযত্নে স্থান দেবেন—এ ব্যাপারে লেখক খুবই আশাবাদী। বইটির প্রচ্ছদ করছেন আইয়ুব আল আমিন। বইমেলায় বইটি পাওয়া যাবে ২৬২ টাকায় প্রকাশনীর স্টলে। এছাড়া পাওয়া যাবে রকমারি ডটকমেও।

এসইউ/এসএম

আরও পড়ুন