ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

রবিউল কমলের ‘ফাঁদ’ ও ‘শ্মশানবাড়ি রহস্য’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক রবিউল কমলের নতুন দুটি বই। একটি কিশোর রহস্য উপন্যাস ও অন্যটি ত্রিভুজ প্রেমের উপন্যাস।

কিশোর রহস্য উপন্যাসের নাম ‘শ্মশানবাড়ি রহস্য’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান রুমঝুম। মেলায় বইটি পাওয়া যাবে ৩৩০ নম্বর স্টলে। প্রেমের উপন্যাস ‘ফাঁদ’ প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। মেলায় ৩৫৬ নম্বর স্টলে পাওয়া যাবে এটি।

আরও পড়ুন: তানযীর তুহীনের প্রথম বই ‘আহত কিছু গল্প’

ফাঁদ নিয়ে রবিউল কমল বলেন, ‘প্রেম, প্রতারণা, পরকীয়া, প্রতিশোধ ও খুনের গল্প ফাঁদ। এই গল্পের সঙ্গে কারো মিল খুঁজবেন না দয়াকরে। কারণ ফাঁদের সব চরিত্র কাল্পনিক। তবুও কারো চরিত্রের সঙ্গে মিলে গেলে তা কাকতালীয়।’

কিশোর উপন্যাস নিয়ে লেখক বলেন, ‘এটি কিশোরদের ভালো লাগবে। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে। খুব সহজ-সরল ভাষায় বইটি লেখার চেষ্টা করেছি। কতটা ভালো করেছি, সেটা পাঠকরাই বলতে পারবে।’

এসইউ/এএসএম

আরও পড়ুন