তাপসীর প্রথম বই ‘পুচি ফ্যামিলি মুখ ও মুখোশ’
তাপসী দাস প্রাণীপ্রেমী। গৃহপালিত পশু-পাখির প্রতি তার আগ্রহ অনেক। দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে পোষা বিড়ালদের নিয়ে কাটে। তার এই পশু-পাখির প্রতি প্রবল আগ্রহ এবং ভালোবাসাকে ছড়িয়ে দিতে চেয়েছেন অন্যদের মাঝে। সেই ভাবনা থেকেই এবার রচনা করলেন পাণ্ডুলিপি।
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে সেই পাণ্ডুলিপি প্রকাশিত হতে যাচ্ছে বই আকারে। প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশনের এবারের বিশেষ আকর্ষণ তাপসী দাসের প্রথম বই ‘পুচি ফ্যামিলি মুখ ও মুখোশ’। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
আরও পড়ুন: ১৪ বিড়াল নিয়ে তাপসীর ‘পুচি ফ্যামিলি’
বইটির বিক্রয় মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। এরই মধ্যে রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। এছাড়া বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের স্টলে বইটি পাওয়া যাবে।
বইটি সম্পর্কে প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তাপসী দাসের ‘পুচি ফ্যামিলি’। সেই জনপ্রিয়তার নেপথ্য গল্প উঠে আসবে বইতে। আসবে প্রতিবন্ধকতা ও অনুপ্রেরণার ইতিহাস। আশা করি বইটি সবার ভালো লাগবে।’
এসইউ/এএসএম