ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে মারুফ রুসাফীর নতুন বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১০ অক্টোবর ২০২৩

‘হঠাৎ একদিন তোমার অবহেলার শহর ছেড়ে চলে যাবো অন্য কোথাও, অন্য শহরে; যে শহরে তুমি নেই, অবহেলাও নেই!’ মারুফ রুসাফীর ‘সেই পুরোনো ডায়েরী’ বইটি এমনই কিছু অবহেলা, অভিমান এবং জীবনের ক্রাইসিস দিয়ে সাজানো হয়েছে।

বাস্তবতা কতটা কঠিন, তা সুন্দরভাবে ফুটে উঠেছে। বইয়ের পোস্টমর্টেম অংশটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে। তার দুটি বই ‘এথেইস্ট’ এবং ‘নিকাব’ এরই মধ্যে পাঠকের হৃদয় কেড়েছে। বইটি আগের দুটি বইয়ের চেয়েও ভালো কিছু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মাসউদ আহমাদের ‘অন্য হাসান আজিজুল হক’

একুশে বইমেলাকে সামনে রেখে বইটি অঙ্গন প্রকাশনের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। রহস্যময় প্রচ্ছদটি করেছেন আদনান আহমেদ রিজন।

লেখক মারুফ রুসাফী বলেন, ‘লেখনীর মতোই স্নিগ্ধ ও সহজ-সরল জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। জীবনটাকে সরলতার মাঝেই আটকে রাখতে চাই। আশা করি আমার ‘সেই পুরোনো ডায়েরী’ বইটি ‘এথেইস্ট’ এবং ‘নিকাব’র মতোই পাঠকপ্রিয়তা পাবে।’

এসইউ/এমএস

আরও পড়ুন