ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতার বই ‘হাসিনা কাব্য’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতার বই প্রকাশ করলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু। মাতৃভাষা প্রকাশ থেকে প্রকাশিত কবিতার বইটির নাম ‘হাসিনা কাব্য’। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিআইপি প্রোজেকশন হলে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) ঈশান আলী রাজা বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

আরও পড়ুন: পাওয়া যাচ্ছে কিশোর জীবনী ‘হাজী মহম্মদ মহসিন’

চলচ্চিত্র অভিনেতা সায়মন সাদিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার কাজী হায়াৎ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন, জাসদের (ইনু) যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, বইটির প্রকাশক নেসার উদ্দীন আইয়ূব এবং পৃষ্ঠপোষক এ টি এম নেয়ামুল বশির।

বইটি সম্পর্কে চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু বলেন, ‘এই কাব্যগ্রন্থে রয়েছে মাত্র ১০টি কবিতা। কবিতাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ মুহূর্তকে নিয়ে লিখেছি। তাই এই গ্রন্থের নাম ‘হাসিনা কাব্য’ রেখেছি।’

এসইউ/জেআইএম

আরও পড়ুন