বইমেলায় সাড়া ফেলেছে আসাদুজ্জামান জীবনের ‘বিনির্মাণ’
জীবনে আনন্দিত হওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো আনন্দকে উপলব্ধি করা। সমুদ্রের পাশে গিয়ে নদীর জন্য হাহাকার করা বোকামি।
এমনই কিছু আত্ম-উন্নয়নমূলক বিষয় নিয়ে বইমেলায় সাড়া ফেলেছে আসাদুজ্জামান জীবনের 'বিনির্মাণ' বইটি।
লেখক বলেন, 'তুমি নদীর কাছে পৌঁছে সমুদ্রের ঢেউয়ের মতন শব্দকে আশা করতে পারবে না। যখন যেখানে আছো, আনন্দেই আছো। এই বিশ্বাসটুকু আগে নিজের ভেতর অনুভব করো। দেখবে মানুষের জীবনে আনন্দের শেষ নাই।'
তিনি বলেন, 'কেউ বিশ্বাস করবে কি না জানি না, কেউ দূর থেকে নাম ধরে ডাকলেও আমার আনন্দ হয়। আনন্দিত হওয়ার কৌশলের চেয়ে বড় বিষয় হলো, আনন্দিত হওয়ার চর্চা করতে হবে।'
'বিনির্মাণ' বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৩৭৪-৩৭৫ নম্বর স্টলে। এ ছাড়া বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাবে।
বইটি সম্পর্কে অঞ্জন হাসান পবন বলেন, 'চরম হতাশার মধ্যে বইটি আশার আলো দেখাবে। বইটি প্রকাশ হওয়ার পর থেকেই পাঠক সাড়ায় আমরা অভিভূত। বইটি পাঠককে আকৃষ্ট করতে পেরেছে।'
এসইউ/এমএস