ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শেখ আনোয়ারের ‘কল্পনা নয় আগামীর বাস্তবতা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে শেখ আনোয়ারের বই ‘কল্পনা নয় আগামীর বাস্তবতা’। বইটি প্রকাশ করেছে অঙ্কুর প্রকাশনী।

লেখক বলেন, ‘বিজ্ঞানের বর্তমান উদ্ভাবিত চোখ ধাঁধানো ডিজিটাল উন্নয়ন, যুক্তি, কৌশল দ্রুতগতিতে পাল্টে দিচ্ছে মানুষের জীবন। মানুষের জানা জগতের নিয়ম-নীতি আগাগোড়া বদলে যাচ্ছে। নতুন চিন্তা, নতুন তথ্য মানুষের মনকে মৌলিকভাবে নাড়িয়ে দিচ্ছে।’

তিনি বলেন, ‘প্রশ্ন উঠেছে, আগামীদিনে আমি কতটা বদলাবো? কতটা নবায়ন করবো? আমার সবকিছু যদি বদলে যায়, তাহলে আগামীর আমি এখনকার কতটুকু আমি থাকবো? আমরা অচিন ও জটিল এলাকায় চলে যাচ্ছি না তো?’

আরও পড়ুন: মোস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’

এসব প্রশ্নের উত্তর পেতে হলে বইটি পাঠ করা যেতে পারে। বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী লেখক শেখ আনোয়ারের ‘কল্পনা নয় আগামীর বাস্তবতা’ বইটির মূল্য ১৫০ টাকা।

অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে অঙ্কুর প্রকাশনীর ৩৩৩-৩৩৫ নম্বর স্টলে।

এসইউ/এএসএম

আরও পড়ুন