ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

তাহমিনা শিল্পীর ‘ওত পেতে আছে মাতাল জোছনা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তাহমিনা শিল্পীর কাব্যগ্রন্থ ‘ওত পেতে আছে মাতাল জোছনা’। প্রেম, প্রকৃতি, সম্পর্ক, সমসাময়িক বিষয়, বৈশ্বিক সংকট নানারকম বিষয়কে উপজীব্য করে তাহমিনা শিল্পী লিখেছেন কবিতাগুলো।

বইটির প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ। ভূমিকা লিখেছেন কবি মজিদ মাহমুদ। প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। ৫ ফর্মার কাব্যগ্রন্থে আছে ৮০টি কবিতা।

বইটি পাওয়া যাচ্ছে ৬০০-৬০২ নম্বর স্টলে। এ ছাড়াও বাংলা একাডেমি চত্বরে বাংলাদেশ রাইটার্স ক্লাবের ৭৬৮ নম্বর স্টলেও পাওয়া যাবে। বইটি কবির একক ১২তম বই এবং ৪র্থ কাব্যগ্রন্থ।

আরও পড়ুন: ক্যারিয়ার গাইডলাইন ‘ক্যারিয়ার ক্রসকাট’

তাহমিনা শিল্পীর অন্য বইয়ের মধ্যে কাব্যগ্রন্থ ‘কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে’, ‘প্রণয়ের জলবাড়ি’, ‘টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম’।

গল্পগ্রন্থ ‘হৃদয়পুরের চুপকথা’, ‘আলতাদিঘির লালটিপ’, ‘আধ পাগলা জাকির হোসেন’। সম্পাদিত গল্পগ্রন্থ ‘বুনো বাতাসের গল্প’।

শিশুতোষ গল্পগ্রন্থ ‘তমালের সুন্দরী হাঁস’, ‘পুষ্পিতা ও নীল প্রজাপতি’, ‘খরগোশ ছানা ও বুদ্ধিমান টুনটুনি’, ‘অর্পণ ও কাঠবিড়ালি’।

এসইউ/জেআইএম

আরও পড়ুন