ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে জব্বার আল নাঈমের ‘চিৎকার’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে জব্বার আল নাঈমের দ্বিতীয় উপন্যাস ‘চিৎকার’। শিল্পী মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশন্স।

প্রকাশক নাজমুল হুদা রতন আশা করছেন, বইটি মেলার দ্বিতীয় সপ্তাহে সাহস পাবলিকেশন্সের ৩৮৭ ও ৩৮৮ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়া অনলাইন পরিবেশক রকমারি, প্রথমা, বইপোকা ও জলপড়ে ডটকমে পাওয়া যাবে। মেলার পরে বাতিঘর, পাঠক সমাবেশ ও কবিতা ক্যাফে থেকেও সংগ্রহ করা যাবে।

জব্বার আল নাঈম বলেন, ‘এটি মুক্তিযুদ্ধভিত্তিক ফিকশনধর্মী উপন্যাস। অনেকগুলো বাস্তব, অতিবাস্তবতার নিরীখে এগিয়ে গেছে ‘চিৎকার’ উপন্যাসটি। ১৯৭১ সালে বাঙালি বারবার চিৎকারের মুখোমুখি হয়েছে।’

আরও পড়ুন: রাহিতুল ইসলামের প্রেমের উপন্যাস ‘বুকপকেট’

গত বইমেলায় তার প্রথম উপন্যাস ছিল ‘নিষিদ্ধশয্যা’। বইটি এবারও মেলায় পাওয়া যায় অর্জন প্রকাশনীতে। ২০২১ সালের মেলায় প্রকাশ হয় ‘জীবনের ছুটি নেই’ গল্পগ্রন্থ। বইটি ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০’ অর্জন করে।

লেখকের অন্য বইয়ের মধ্যে আছে কাব্যগ্রন্থ ‘তাড়া খাওয়া মাছের জীবন’, ‘এসেছি মিথ্যা বলতে’, ‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম’। একমাত্র কিশোর উপন্যাস ‘বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী’।

এসইউ/জেআইএম

আরও পড়ুন