ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

রবিউল কমলের উপন্যাস ‘রূপকথা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে রবিউল কমলের প্রথম উপন্যাস ‘রূপকথা’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রী।

লেখক জানান, রূপকথা ভিন্নধর্মী উপন্যাস। বিরল রোগে আক্রান্ত ১০ বছরের একটি শিশু এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। রূপকথার অসুখটি বৃদ্ধদের মতো, দিনদিন সে বৃদ্ধদের মতো হয়ে যাচ্ছে। তার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে।

তাকে প্রায়ই হাসপাতালের আইসিইউতে থাকতে হয়। বিরল রোগে আক্রান্ত সন্তানকে ‍সুস্থ করতে ৮ বছর ধরে চেষ্টা করছেন রূপকথার বাবা-মা। কিন্তু শেষ পর্যন্ত কী হবে তা জানতে হলে বইটি পড়তে হবে।

বইটিতে সমাজের মানুষের চিরাচরিত ‍দৃষ্টিভঙ্গি দেখা যাবে। কারণ রূপকথার অসুস্থতা ও তার যমজ বোনের ছয় মাস বয়সে মৃত্যুর জন্য বাবা-মায়ের বিয়ের আগের প্রেমকে দায়ী করে করে তারা।

পুরো বইটিতে একটি অসহায় শিশু ও তাকে নিয়ে বাবা-মায়ের লড়াইয়ের গল্প ফুটে উঠেছে।

এসইউ/জেআইএম