ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

মোরশেদুল ইসলামের ‘ভাবনা নয় ঘুম আসে’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় চারুলিপি প্রকাশন থেকে এসেছে কবি মোরশেদুল ইসলামের নতুন কবিতার বই ‘ভাবনা নয় ঘুম আসে’। পাঁচ ফর্মার এই সংকলনে ৭২টি সনেট স্থান পেয়েছে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি অমর একুশে বইমেলায় চারুলিপি প্রকাশনের ২ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

jagonews24

কবিতা পাঠকদের কীভাবে ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার ও দ্যোতনা দিয়ে ভাবায়, তাই দেখা যাবে বইয়ের পরতে পরতে। প্রতীক ও উপমা ব্যবহারেও কবির যথেষ্ট মুন্সিয়ানা দেখা যায়।

এ কাব্যে অযাচিত দুর্বোধ্যতা নেই। আছে ভাবনার নৈর্ব্যক্তিক ও সার্বজনীন স্রোতে হারিয়ে যাওয়ার মতো ব্যাপার। পাশাপাশি, কবিমানসের সাথে পাঠকের বিচ্ছিন্নতার জো নেই।

এসইউ/এমএস

আরও পড়ুন