বইমেলায় আসছে শফিক রিয়ানের নতুন বই
অমর একুশে বইমেলায় আসছে তরুণ কবি ও কথাসাহিত্যিক শফিক রিয়ানের ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চতুর্থ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন।
বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন। প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে।
এর আগে তার ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।
নতুন বই সম্পর্কে শফিক রিয়ান জানান, ‘মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় এবারও বই আসছে। বইটির প্রি-অর্ডার চলছে। আশা করি বরাবরের মতো সবাইকে পাশে পাব।’
পথিকৃৎ প্রকাশনের কর্ণধার সোহাগ হোসেন সাজিদ জানান, ‘তার কাব্যগ্রন্থটি প্রকাশ করব ভেবেই আমার ভালো লাগা কাজ করছে। ২৫০ টাকায় বইটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।’
এসইউ/জেআইএম