ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

খেয়ালি বাউল পাগলা কানাই ও তাঁর তত্ত্বদর্শন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

প্রকাশ হলো কবি ও প্রাবন্ধিক বঙ্গ রাখালের বই ‘খেয়ালি বাউল পাগলা কানাই ও তাঁর তত্ত্বদর্শন’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

বইটিতে মোট তেরোটি প্রবন্ধ স্থান পেয়েছে। এটি মূলত পাগলা কানাইকে নিয়ে সম্পাদিত বই।

বইটিতে আছে জসীম উদদীন, ড. মযহারুল ইসলাম, রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী, ড. আবুল আহসান চৌধুরী, ড. আবু ইসহাক হোসেন, মুহ. মু’তাছিম বিল্লাহ মিন্টু, হাসানুজ্জামান, ড. মো. খালেদউজ্জামান, উম্মে কুলসুম আরা বেগম, প্রদীপ ব্যানার্জী, আজির হাসিব, বঙ্গ রাখাল ও সোহেল বীরের বিশ্লেষণমূলক লেখা।

১৪৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইটি অনুপ্রাণনের বুকশপ, রকমারিসহ অমর একুশে বইমেলায়ও পাওয়া যাবে।

বইটি সম্পর্কে বঙ্গ রাখাল বলেন, ‘এটি আমার দীর্ঘদিনের কাজ। লোকসাহিত্য নিয়ে যারা পড়তে বা কাজ করতে আগ্রহী; তাদের অনেক প্রয়োজন মেটাবে এ বই। বইটির মাধ্যমে লোককবি পাগলা কানাইয়ের জীবন ও গান সম্পর্কে অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে।’

এসইউ/এএসএম

আরও পড়ুন