ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় কবি জোবায়ের মিলনের প্রথম বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০১ মার্চ ২০২২

‘স্বৈরাচারী দুঃখ ও বিবিধ’ কবি জোবায়ের মিলনের প্রথম কাব্যগ্রন্থ। এটি পেন্সিল পাবলিকেশন্সের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।

দেড় যুগেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে লিখছেন পত্রিকার সাহিত্য সাময়িকীগুলোতে। কবিতার শ্রমিক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করেন।

কবি জোবায়ের মিলন বলেন, ‘আমি আমার দেখাকে কবিতার শরীরে গেঁথে দেই মাত্র। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার কবিতায় রাখা আছে, আছে অভিজ্ঞতাগুলো।’

অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে পেন্সিল পাবলিকেশন্সের ১০৫ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর।

এসইউ/এমএস

আরও পড়ুন