বইমেলায় অংশুমানের রহস্য উপন্যাস
অমর একুশে বইমেলায় তরুণ সাংবাদিক ও কথাসাহিত্যিক আসাদুজ্জামান অংশুমানের রহস্য উপন্যাস বিবেক সিরিজের প্রথম পর্ব ‘জয়ামায়া’ প্রকাশিত হয়েছে। উপন্যাসটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
লেখক বলেন, ‘জয়ামায়ার প্রধান চরিত্র প্রফেসর বিবেক। পেশায় তিনি ফরেনসিক চিকিৎসক। চিরকুমার। ছোটবেলায় একা থাকতে পছন্দ করতেন, এখনো করেন। প্রকৃতির মতো প্রফেসর বিবেকের আচরণ রহস্যময়। সত্যিকার অর্থে বিবেক রহস্যময় একজন মানুষ। রহস্য উন্মোচন করা তার জন্মগত নেশা ও পেশা।’
উপন্যাসে দুই বোনের জীবনের গল্প নানাভাবে উঠে এসেছে। একটি ভুল জীবনকে শেষ করে দিতে পারে। এ উপন্যাসে প্রফেসর বিবেকের ভাবনা ও দর্শন নানাভাবে এসেছে। প্রধান চরিত্র প্রফেসর বিবেক তার আত্মজীবনীতে বলেছেন, ‘আমি মানুষ। আমি প্রাণী। বসবাস করি পৃথিবী নামক গ্রহে। জন্মের পর এ গ্রহের মানব সমাজে আমার বসবাস।’
আসাদুজ্জামান অংশুমানের জন্ম যশোরে। তিনি একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ প্রতিবেদক। এর আগে তার দুটি বই প্রকাশিত হয়েছে। কবিতার বই ‘মাটির মৃত মগজ’ প্রকাশ করেছে র্যামন পাবলিশার্স। উপন্যাস ‘জলে ডোবা প্রাণ’ প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।
এসইউ/জেআইএম