বইমেলায় ইমরুল ইউসুফের ‘যুদ্ধের খেলা’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘যুদ্ধের খেলা’। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের বইটি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন চিত্রশিল্পী গৌতম ঘোষ। চার রঙে সজ্জিত বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা।
নান্দনিক বইটি বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে ১৮৮-১৮৯ নম্বর স্টলে পাওয়া যাবে। এ ছাড়া রকমারি ডটকমেও পাওয়া যাবে।
ইমরুল ইউসুফের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৭টি। এর মধ্যে শিশুতোষ বইয়ের সংখ্যাই বেশি। তিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। বর্তমানে বাংলা একাডেমিতে উপ-পরিচালক পদে কর্মরত।
এসইউ/এমএস