ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শানারেই দেবী শানুর নতুন উপন্যাস ‘ঘুণ মানুষ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে শানারেই দেবী শানুর নতুন উপন্যাস ‘ঘুণ মানুষ’। সাইকোলজিক্যাল থ্রিলারটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। পাওয়া যাবে বইমেলার ১৫ নম্বর প্যাভিলিয়নে এবং রকমারি ডটকমে।

শানারেই দেবী শানু সিলেট এম সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০৫ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের খেতাব লাভের পর মিডিয়ায় পথচলা শুরু। একাধিক টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি লেখালেখির নেশায় ডুবে থাকেন।

তার প্রথম কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশ হয় ২০১৭ সালের বইমেলায়। লেখালেখির প্রথম স্বীকৃতি হিসেবে সিটি-আনন্দ আলো পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে প্রথম উপন্যাস ‘একলা আকাশ’ প্রকাশ হয়। প্রথম শিশুতোষ বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’র জন্য মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পান। দ্বিতীয় উপন্যাস ‘লিপস্টিক’র জন্য পান সমরেশ বসু সাহিত্য পুরস্কার।

এ পর্যন্ত তার প্রকাশিত বই–নীল ফড়িং কাব্য, লাল এপিটাফ, ত্রিভুজ, অসময়ের চিরকুট, একলা আকাশ, শানারেই ও তার জাদুর লেইত্রেং, লিপস্টিক, প্রিয়তম মেঘ, ইতি মেঘবালক, আমার একটা তুই চাই।

এসইউ/এএসএম

আরও পড়ুন