ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে আদিল মাহমুদের ‘আবাবিল’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা উপলক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে তরুণ কবি ও অনুবাদক আদিল মাহমুদের কবিতার বই ‘আবাবিল’। বইয়ের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।

বইটি সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘বইটি আমাদের সমাজচিত্র, মানুষের সঙ্গে আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা, স্মৃতিকথা ও দিনলিপি মাত্র। কিছু কবিতায় মাঝে মাঝেই ছায়া ফেলেছে ধর্ম, দেশের ঐতিহ্য, পরিবার, প্রেম, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভব চিহ্ন।’

কবি তমিজ উদ্দীন লোদী বলেন, ‘তরুণ কবি আদিল মাহমুদের কবিতার চিত্রকল্প, বুনন, উপমা ও রূপকের অভিনবত্ব আমাকে মুগ্ধ করেছে। একইসঙ্গে প্রতীকাশ্রয়ী ও নিহিতার্থনিষ্ঠ তার কবিতায় জড়িয়ে আছে অভ্যন্তর অভিজ্ঞান।’

তিনি আরও বলেন, ‘বইটির নাম আবাবিল। নামের মধ্যেও তাৎপর্যতা জড়িয়ে আছে। এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ। তার যাত্রা সবে শুরু হয়েছে বলা চলে। আমি তার মধ্যে অমিত শক্তির আভাস ও দ্রুতি লক্ষ্য করেছি।’

সিলেটের কানাইঘাট থানার ভাটিদিহি গ্রামে ১৯৯৮ সালের ২০ জুন আদিল মাহমুদের জন্ম। কৈশোর থেকে ঢাকা শহরের খিলগাঁওয়ে তার বসবাস। কবিতার পাশাপাশি গদ্য ও প্রবন্ধ লিখছেন। অনুবাদ সাহিত্যেও আছে দখল।

এসইউ/এএসএম

আরও পড়ুন