ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

রাফছান রোহানের উপন্যাস ‘নিরুদ্দেশ’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে রাফছান রোহানের উপন্যাস ‘নিরুদ্দেশ’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা দূরবীণ।

বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। তবে পাঠক সংগ্রহ করতে পারবেন ২৭৩ টাকায়।

প্রকাশক জানান, ‘নিরুদ্দেশ’ লেখকের প্রথম উপন্যাস। দূরবীণের একমাত্র পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন। রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার চলছে।

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘হঠাৎ একটি ডায়েরি তার চোখে পড়লো। রক্তমাখা হাত নিজের জামায় মুছে ডায়েরিটি হাতে নিতেই সামনে এলো আনোয়ার হোসেনের লেখা অতীতের দিনগুলোর ইতিহাস। এসব রহস্যের সমাধান খুঁজে পাওয়া যাবে উপন্যাসটিতে।’

এসইউ/জেআইএম

আরও পড়ুন