ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় আসছে আশরাফ জুয়েলের 'পাখিরোষ'

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে আশরাফ জুয়েলের গল্পের বই 'পাখিরোষ'। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন তাইফ আদনান। মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।

আশরাফ জুয়েলের লেখালেখি আরম্ভ কিশোর বয়স থেকেই। পরবর্তীতে একাডেমিক পড়াশোনায় ব্যস্ততার কারণে দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে ছিলেন। প্রথম প্রকাশিত কবিতা স্থানীয় একটি দৈনিকে, ২০০৯ সালে।

উচ্চমাধ্যমিকে পড়ার সময় প্রচুর গল্প-কবিতা লিখেছেন কিন্তু প্রকাশে বিরত থেকেছেন। এমবিবিএস শেষ করে ঢাকায় আসেন। পোস্ট গ্রাজুয়েশনের ব্যস্ততা ঘিরে ধরে তাকে। শত ব্যস্ততার মাঝেও পাঠ চালিয়ে যান। বাংলা সাহিত্য থেকে আরম্ভ করে বিশ্বসাহিত্য নিয়েও পড়াশোনা করেন।

২০১৪ সালে প্রথম কবিতার বই প্রকাশ পায়, 'যুদ্ধ ছাড়া শুদ্ধতা অসম্ভব'। যা কবিতাপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি করে। এরই মধ্যে তিনি বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাথে যুক্ত হন।

পরে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলার কয়েকজন সমমনা কবি-লেখকের সমন্বয়ে প্রতিষ্ঠা করেন পূর্বপশ্চিম নামক একটি সাহিত্য সংগঠন। এ সংগঠন নিয়মিত সাহিত্যপত্রিকা এবং সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে।

২০১৭ সালে তার আরও দুটি কবিতা সংকলন প্রকাশ পায়, 'অতীতা, দুঃখরা পাখি হয়ে গেল' ও 'অনুজ্জ্বল চোখের রাত'। তিনি স্বপ্ন দেখেন এমন একটি প্রতিষ্ঠানের, যেখানে একই সঙ্গে লেখকরা আড্ডা দেবেন এবং বই কিনতে পারবেন। তিনি এ প্রতিষ্ঠানের নামকরণ করেন 'কবিতাক্যাফে'। কয়েকজন লেখকের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করেন।

২০১৮ সালে তার প্রথম গল্প সংকলন 'রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প' জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়। বইটি পাঠকমহলে সাড়া ফেলে।

প্রায় ৪ বছর পর তার গল্পগ্রন্থ 'পাখিরোষ' প্রকাশ হতে যাচ্ছে। বইটিতে বিভিন্ন সময়ে লেখা ১০টি গল্প স্থান পেয়েছে, যার প্রায় সবগুলো জাতীয় পত্রিকার সাহিত্য সাময়িকীতে প্রকাশিত।

এসইউ/এমএস