ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় আসছে কিঙ্কর আহসানের জলপরানি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে কিঙ্কর আহসানের উপন্যাস ‘জলপরানি’। বইটি প্রকাশ করছে শিখা প্রকাশনী। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ভারতের শিল্পী মাহফুজ আলি। উপন্যাসের বানান সংশোধনের কাজ করেছে ‘বানান আন্দোলন’ সংগঠনের সদস্যরা।

শিখা প্রকাশনীর প্রকাশক কাজী নাফিস বলেন, ‘আমরা যত্ন নিয়ে ‘জলপরানি’ উপন্যাসটি প্রকাশ করতে যাচ্ছি। পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দু উপন্যাসটি সঠিক সময়ে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। শিল্পী মাহফুজ আলি আমাদের এ কাজে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।’

উপন্যাসটির প্রি-অর্ডার চলছে রকমারি ডটকমে। ১০ দিন বইটির প্রি-অর্ডার করা যাবে। পরে বুক এক্সপ্রেস, বইবাজার, অথবা ডটকম, কানামাছি, বুকশেলফ, বুকমার্ক, আলোড়ন, বইকথাসহ সব অনলাইন বুকশপে প্রি-অর্ডার নেওয়া হবে।

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘শিল্পী মাহফুজ আলিকে কৃতজ্ঞতা জানাই প্রচ্ছদ করার জন্য। যে কষ্ট, ত্যাগ স্বীকার করতে হয়েছে উপন্যাসটি লেখার জন্য, তা সার্থক হবে পাঠক পরম মমতায় উপন্যাসটি আগলে রাখলে।’

সময়ের জনপ্রিয় এ লেখকের প্রায় প্রতিটি বই পাঠকের মনে সাড়া জাগিয়েছে। তার মেঘডুবি, বিবিয়ানা, রঙিলা কিতাব, রাজতন্ত্র, মধ্যবিত্ত, বাঘবিধবা, মকবরা, আঙ্গারধানি ঠাঁই পেয়েছে পাঠকের ঘরে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন