পাওয়া যাচ্ছে ব্রত রায়ের ‘এই তো আমার ছড়া’
ছোট-বড় অনেকেই ছড়া পড়তে ভালোবাসেন। এমন একটি ছড়ার বই প্রকাশ হয়েছে জানুয়ারিতে। যে বই খুললে পেয়ে যাবেন নিজের মতো একটি জগত। যেখানে হেসে-খেলে বেড়াতে, নিজের মতো ভাবতে, গা দুলিয়ে হাসতে কোনো বাধা নেই।
ছড়াকার ব্রত রায়ের এ বইয়ের নাম ‘এই তো আমার ছড়া’। চলতি বছরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হয়েছে শিশুতোষ ছড়ার বইটি।
পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের উপযোগী করে লেখা ছড়াগুলো বড়রাও পড়তে পারবেন। বইটির রঙিন পেপার কোলাজ ইলাস্ট্রেশন ও প্রচ্ছদ করেছেন সানজিদা সামরিন।
৪০ পৃষ্ঠার বইটিতে রয়েছে মোট ৩৪টি দুষ্টু-মিষ্টি আদুরে ছড়া। নতুন ছড়ার বইটির মিষ্টি ঘ্রাণ পেতে দরকার হবে মাত্র ৩০০ টাকা।
এই তো আমার ছড়া বইটি পাওয়া যাচ্ছে কাবুলিওয়ালায়। তাছাড়া বন্ধুদের উপহার দিতে বা নিজের সংগ্রহে রাখতে অর্ডার করতে পারবেন ০১৭৫৮২৬৪৬৭৪ নম্বরে।
এসইউ/এমএস