মেলায় ১৯ দিনে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই
লেখক, দর্শনার্থী ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার প্রথম ১৯ দিনে নতুন বই এসেছে মোট ২ হাজার ৮৮১টি। এর মধ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মেলায় এসেছে মোট ১৪৩টি নতুন বই। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কাবিতার বই।
অমর একুশে বইমেলার ১৯ দিনে আসা নতুন বইয়ের মোট ২ হাজার ৮৮১টি মধ্যে কবিতার বই সংখ্যা ৮৪৪টি। এরপরই রয়েছে উপন্যাস। উপন্যাস ক্যাটাগরিতে আসা নতুন বইয়ের সংখ্যা ৪৫৬টি।
বৃহস্পতিবার পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের মধ্যে গল্পগ্রন্থ ৩৭৮টি, উপন্যাস ৪৫৬টি, প্রবন্ধগ্রন্থ ১৫৭টি, কাব্যগ্রন্থ ৮৪৪টি, গবেষণাগ্রন্থ ৫৭টি, ছড়ার বই ৫৩টি, শিশুতোষ গ্রন্থ ১৩০টি, জীবনীগ্রন্থ ৮৫টি, রচনাবলি ৪টি, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ১১১টি, নাটক ১৬টি, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ৬১টি, ভ্রমণকাহিনী ৫৩টি, ইতিহাসগ্রন্থ ৬৪টি, রাজনীতি বিষয়ক গ্রন্থ ৮টি, চিকিৎসা-স্বাস্থ্য সংক্রান্ত ১৭টি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গ্রন্থ ৮৭টি, রম্য-ধাঁধা ২৪টি, ধর্ম বিষয়ক গ্রন্থ ১০টি, অনুবাদ সাহিত্য ৩৩টি, অভিধান ১০টি, সায়েন্স ফিকশন ৪৭টি এবং অন্যান্য বই এসেছে ১৭৬টি।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৮ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা। বঙ্গবন্ধুকে উৎসর্গ করা এবারের মেলা প্রাঙ্গণে মুজিববর্ষ উদযাপনের ছোঁয়া লেগেছে। নান্দনিকভাবে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। প্রিয় লেখকসহ মেলায় আসা নতুন বইগুলো দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন। অনেকে পছন্দের বই কিনছেন। আবার অনেকে বন্ধুদের নিয়ে দল বেঁধে মেলায় এসেছেন। ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। অনেকে আবার বই কিনে লেখকের অটোগ্রাফ নিয়ে তার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ছেন। সব কিছু মিলিয়ে জমে উঠেছে বইমেলা।
এবারের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৬টি প্রতিষ্ঠানকে ১৭৯টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৪টি প্রতিষ্ঠানকে ৬৯৪টি স্টলসহ মোট ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া বাংলা একাডেমিসহ ৩৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।
লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে। ১৫২টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ ছাড়াও ছয়টি উন্মুক্ত স্টল রাখা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিয়ে ২৫টি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন এসব বই নিয়েও আলোচনা হচ্ছে মঞ্চে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এএস/এমএসএইচ/জেআইএম