ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ‘বজলু জানে লাশের পরিচয়’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদের গল্পের বই ‘বজলু জানে লাশের পরিচয়’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। বইমেলার ১৯ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

এটি লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। বইটিতে ১২টি গল্প রয়েছে। প্রতিটি গল্পের বিষয়ে বৈচিত্র্য রয়েছে। গল্পের শরীরে উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট, সমাজ, বাস্তবতা আর জীবনের অলৌকিক সব টানাপড়েন। আছে যুদ্ধদিনের পটভূমিতে লেখা আখ্যানও। বইয়ের নামটিই চমকে দেওয়ার মতো। গল্পগুলোও তাই।

বইটির মলাট মূল্য ২৫০ টাকা। মেলায় বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে ১৮৮ টাকায়। এছাড়া রকমারি থেকেও ঘরে বসে নিতে পারবেন বইটি।

এসইউ/পিআর

আরও পড়ুন