ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় সৌম্য সালেকের ‘পাতাঝরার অর্কেস্ট্রা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সৌম্য সালেকের তৃতীয় কবিতার বই ‘পাতাঝরার অর্কেস্ট্রা’। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ। দাম রাখা হয়েছে ১৬০ টাকা। বইটি পাওয়া যাবে ২৭ নম্বর প্যাভিলিয়নে।

কবি সৌম্য সালেক বলেন, ‘পাতাঝরার অর্কেস্ট্রার কবিতাগুলো কিছু অনালোকিত ঘটনা ও অনুভূতির নিবিড় গ্রন্থনা। পাঠক বইটি পড়ে কবিতার প্রকৃত স্বাদ পাবেন বলে আমি আশাবাদী।’

সৌম্য সালেকের কবিতার বই ‘ঊষা ও গামিনি’ পাওয়া যাচ্ছে দেশজ প্রকাশনের ৩৯৯ নম্বর স্টলে। ‘আত্মখুনের স্কেচ’ পাওয়া যাচ্ছে প্রকৃতি প্রকাশনের ৭০৭ নম্বর স্টলে। প্রবন্ধের বই ‘শব্দচিত্র মত ও মতবাদ’ পাওয়া যাচ্ছে ২৭ নম্বর প্যাভিলিয়নে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন