বইমেলায় তিতাস সরকারের ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’
এবারের বইমেলায় এসেছে তিতাস সরকারের ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’ নামে একটি বই। ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’ বইটিতে বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছে সিকিউরিটি সচেতনতার উপর । এই ডিজিটাল যুগে আমরা প্রায় সব কিছুই সাইবার বিশ্বে শেয়ার করে যাচ্ছি, যার ফলে আমরা কিন্তু আরও সিকিউরিটি হীনতায় ভুগছি ।
এই সাইবার বিশ্বে হ্যাকাররা কীভাবে আপনার তথ্য সংগ্রহ করে থাকে, পাশাপাশি আপনি কীভাবে আপনার তথ্যগুলো সিকিউয়ার করে রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এই বই এ বিশেষভাবে আলোচনা করা হয়েছে। সঙ্গে সঙ্গে সিইএইচ (সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং) কোর্সের প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে । আশাকরি যারা আইটিতে অথবা সিকিউরিটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের জন্য বইটি খুবই উপকারে আসবে ।
তিতাস সরকারের ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’ বইটি আদর্শ প্রকাশনীর ৫৪৫ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি মূল্য ২২৫ টাকা।
এএ/এমকেএইচ