ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় সফিউল হকের ‘শীত নিদ্রায় বসন্ত’

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ সফিউল হকের প্রথম কাব্যগ্রন্থ ‘শীত নিদ্রায় বসন্ত’। বইটি প্রকাশ করেছে নোলক প্রকাশন। প্রচ্ছদ করেছেন সফেদ পান্থ। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

বইমেলার সাহিত্য দেশের ৫৩৪ নম্বর স্টলে এবং লিটলম্যাগ চত্বরে ‘ভাটিয়াল’ স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়াও চট্টগ্রামে সালফি পাবলিকেশন্স ও ফেনীতে নোলক স্টলে পাওয়া যাচ্ছে।

বইটি প্রসঙ্গে মোহাম্মদ সফিউল হক বলেন, ‘নানা সময়ে সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট নিয়ে এ বইয়ের বেশিরভাগ কবিতা রচিত। এখানে দেশপ্রেম যেভাবে উঠে এসেছে; ঠিক তেমনিভাবে উঠে এসেছে সাহিত্যের অপরাপর অনুসঙ্গ। বইটি পড়লে দেশাত্মবোধের একটি ম্যাসেজ পাওয়া যাবে।’

কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ সফিউল হকের কবিতার প্রতি ঝোক ছোটবেলা থেকেই। কলেজ জীবনে এসে জড়িত হন সাহিত্যের লিটলম্যাগ সম্পাদনায়। কবিতা-প্রবন্ধ লিখে চলেছেন লিটলম্যাগসহ জাতীয়, আন্তর্জাতিক পত্রিকা ও জার্নালে।

রাশেদুল হাসান/এসইউ/পিআর

আরও পড়ুন