ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় তুহিনের কাব্যগ্রন্থ ‘উপকূল’

জুনাইদ আল হাবিব | প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি জাহিদ হাসান তুহিনের কাব্যগ্রন্থ ‘উপকূল’। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনা। বইমেলায় ৩৫০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ৪৮ পৃষ্ঠার বইটি।

বইটির প্রচ্ছদ করেছেন লিমন মেহেদী। বইটি সাজানো হয়েছে ৩৬টি কবিতা নিয়ে। কবিতাগুলো পড়ে পাঠক খুঁজে পাবে উপকূল জীবনের বিচিত্র অভিজ্ঞতা, সুখ-দুঃখ, লক্ষ্মীপুর জেলা এবং কমলনগর সম্পর্কে ধারণা। পাঠক আরও খুঁজে পাবেন ক্ষোভ, আকাঙ্ক্ষা, প্রেম-ভালোবাসা ইত্যাদি।

বইটি সম্পর্কে তুহিন বলেন, ‘কাব্যগ্রন্থটি নিজ খরচে করতে হয়েছে। বন্ধু-বান্ধব ও পরিবারের অনুপ্রেরণায় বইটি প্রকাশ করার সাহস পেয়েছি। সর্বোপরি, সবার দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই সাফল্যের পথে। মা-মাটি ও মানুষকে ভালোবেসে থাকতে চাই সাহিত্যের সাথে।’

কবি জাহিদ হাসান তুহিনের জন্ম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। তিনি চীনে স্কলারশিপ পেয়ে পড়াশোনা করছেন। তার লেখালেখিতে হাতেখড়ি ২০১৫ সালে। তখন তিনি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এসইউ/জেআইএম

আরও পড়ুন