বইমেলায় স্মৃতির ‘এত আনন্দ রাখব কোথায়’
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লুৎফুন নাহার স্মৃতির প্রথম শিশুকিশোর গল্পের বই ‘এত আনন্দ রাখব কোথায়’। বইটিতে ভিন্ন স্বাদের তিনটি গল্প রয়েছে।
একটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো যখন জেতে সেই আনন্দের কথা, আরেকটি ভূতের গল্প ও একটি সায়েন্স ফিকশন গল্প।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাবুই। মনোমুগ্ধকর প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রবিউল ইসলাম সুমন। বইটির মূল্য ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে শিশু চত্বরের ৬৪৫ নম্বর স্টলে।
প্রথম বই সম্পর্কে স্মৃতি বলেন, ‘বই প্রকাশের আগে ভীষণ উদ্বেলিত ছিলাম। বইটির প্রতি পাঠকের আগ্রহ দেখে লেখালেখির প্রতি দায়বোধ আরও বেড়ে গেছে। ছোটদের লেখায় আনন্দ খুঁজে পাই বলেই সব সন্তানের মাঝে এ আনন্দ বিলিয়ে দিতে চাই।’
এসইউ/জেআইএম