ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় চা বাগানের অজানা গল্প

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মোরশেদ আলম হীরার ‘চা বাগানের বিচিত্র জীবন’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘স্বরে অ’। বইটির প্রচ্ছদ করেছেন স্থপতি তন্ময় ইরতিজা আনজুম। বইটি পাওয়া যাচ্ছে অন্যরকম প্রকাশনীর ২৫০ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

বইটিতে চা বাগানের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন মোরশেদ আলম হীরা। তিনি বলেন, ‘ফেসবুকে গল্পগুলো পর্ব হিসেবে লিখেছি। বইয়ের জন্য প্রতিটি পর্ব প্রচুর সম্পাদনা করতে হয়েছে। এতে অনেক না বলা কথা ও গল্প মনে পড়েছে, যা প্রাসঙ্গিক স্থানগুলোতে নতুন করে যোগ করতে হয়েছে।’

ব্রিটিশ কোম্পানি জেমস ফিনলে’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সত্তরের দশকের শেষদিকে যোগ দেন মোরশেদ আলম। শুরু থেকেই বাগানের পরিবেশ, শ্রমিক এবং শ্রমিকদের জীবনযাত্রা দারুণভাবে টানে তাকে। সব মিলিয়ে চা বাগান, বাগানের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, জীবনযাপনের রীতিনীতির এক অন্তর্দৃষ্টিময় বয়ান পাওয়া যায় লেখকের কলমে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন