ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

‘বক্তৃতা শেখার কৌশল’ নিয়ে বইমেলায় রুবেল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে মাইদুর রহমান রুবেলের ‘বক্তৃতা শেখার কৌশল’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ইতি প্রকাশনীর ৩১৫-৩১৬ নম্বর স্টল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে।

‘বক্তৃতা শেখার কৌশল’ বই প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমরা অনেকেই টেবিল টক বা সামনাসামনি অনেক কথা বলতে পারি, কিংবা তর্ক করতে পারি। কিন্তু অনেকে বক্তৃতা দিতে পারি না। যারা পারেন না তাদের জন্যই এবারের আয়োজন বক্তৃতা শেখার কৌশল।’

তিনি বলেন, ‘সঙ্গত কারণেই প্রশ্ন আসতে পারে রাজনীতিবিদরাই তো বক্তব্য দেবে, তাই তাদেরই দরকার এই বইটি। বিষয়টা ঠিক তা নয়, যারা সংগঠন করেন তাদের যেমন বক্তব্য দেয়া লাগে তেমনিভাবে সামাজিক কাজের সঙ্গে যারা জড়িত তাদেরও বক্তব্য দেয়া লাগে এমনকি নিজেদের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেয়া লাগে ।’

রুবেল বলেন, ‘কারও কারও বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শোনে দর্শকরা। আবার কারও লাগামহীন বক্তব্যে বিরক্ত হয়ে অনেক দর্শকই হল ছেড়ে পালিয়ে যায়। কোন পরিস্থিতিতে বা কোন অনুষ্ঠানে কোন ধরনের বক্তব্য দিতে হবে বা শব্দ চয়নে কতটা সতর্ক হতে হবে কিংবা পরিমিতিবোধ কতটা থাকতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বক্তৃতা শেখার কৌশল বইটিতে।’

প্রায় এক দশক ধরে নিয়মিত বইমেলায় প্রকাশ হচ্ছে মাইদুর রহমান রুবেলের বিভিন্ন গ্রন্থ। যার মধ্যে রয়েছে ‘কন্যা রাশি’, ‘ভূতের রাজ্য’, ‘দুষ্টু ভূতের কাণ্ড’, ‘টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’, ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ উল্লেখযোগ্য।

কেএইচ/এসআর/এমকেএইচ

আরও পড়ুন