বইমেলায় কিঙ্কর আহ্সানের ‘বিবিয়ানা’
এবারের একুশের বইমেলায় কিঙ্কর আহ্সানের লেখা উপন্যাস ‘বিবিয়ানা’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশনা সংস্থা অন্বেষা প্রকাশনের ১৮ নং স্টলে পাওয়া যাবে।
‘বিবিয়ানা’ উপন্যাসের প্রচ্ছদ করেছেন রহমান আজাদ। এর মূল্য ৪০০ টাকা। তবে ডিসকাউন্টের পর ৩০০ টাকায় পাওয়া যাবে উপন্যাসটি পাওয়া যাবে।
‘বিবিয়ানা’ উপন্যাসটি নিয়ে কিঙ্কর আহ্সান জানান, 'বিবিয়ানা' মানে বিলাসি বিবিদের গল্প। এই সময়ের লোক দেখানো জীবন, অস্থিরতা, তাড়াহুড়ো, অশান্তি এসব উঠে এসেছে গল্পে। ভুটানের পুনাখা শহর থেকে গল্প শুরু হয়ে কাহিনির প্রয়োজনে ইন্দ্রকুলের অলকী নদীতে গিয়ে গল্প শেষ হয়।
এএ/জেআইএম