সাংবাদিক সানজিদা সুলতানার ‘বাঙালির অমর কবিতা’
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক সানজিদা সুলতানার নতুন বই ‘বাঙালির অমর কবিতা’। বইটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী।
বইটি সম্পর্কে কবি বলেন, ‘স্বাধীনতা সবার হৃদয়ের কাঙ্ক্ষিত শব্দ। মানুষের জন্মগত অধিকার। জীবনের পরিপূর্ণ আস্বাদ গ্রহণের জন্য মানুষ চায় স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা অর্জনের লড়াইটা বেশ কঠিন। বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমেই অর্জন করতে হয়। আমাদের স্বাধীনতাও বঙ্গবন্ধুর সর্বাধিনায়কত্বে রক্ত ঝরিয়ে অর্জন করতে হয়েছে। অগ্নিঝরা সে সময়ে প্রস্তুতি পর্বের অংশবিশেষ উঠে এসেছে বইটিতে।’
তিনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক সেইসব দিনের স্মৃতিগাঁথা। যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, প্রাত্যাহিক কার্যক্রমে যেন তাদের স্মরণ রাখতে পারি। তারই একটি ধারণা উঠে এসেছে ‘বাঙালির অমর কবিতা’ বইটিতে।’
বইটি বইমেলায় ৫০৪-৫০৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া ২০১৮ সালের একুশে বইমেলায় তার প্রথম বই ‘সংবাদপত্রে ১৭ বছর’ প্রকাশিত হয়েছে উৎস প্রকাশনা থেকে।
এসইউ/এমকেএইচ