ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

১৪তম দিনে মেলায় ১৪৭টি নতুন বই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলার আজ ১৪তম দিন অতিবাহিত হচ্ছে। মেলা শুরুর প্রথম দিন থেকেই নতুন নতুন বই নিয়ে আসছেন প্রকাশকরা। আজ মেলার ১৪তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৪৭টি। 

বৃহস্পতিবার অমর একুশে বইমেলার জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার ১৪তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৪৭টি। এর মধ্যে রয়েছে গল্প ২৪টি, উপন্যাস ২৯টি, প্রবন্ধ ৬টি, কবিতা ৫০টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুতোষ ১টি, জীবনী ৬টি, মুক্তিযুদ্ধবিষয়ক ২টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ৩টি, রাজনীতি ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ২টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ২টি, অন্যান্য ১০টি।

এমএইচ/এসআর/এমকেএইচ

আরও পড়ুন