আহমেদ জাকিরের ২ বই
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আহমেদ জাকিরের দুটি বই। তার লেখা ‘সবুজ পাহাড়ে রঙিন ইশকুল’ নামের কিশোর উপন্যাসটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। বইমেলার ৪৯৭-৫০০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইয়ের চমৎকার প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মামুন হোসাইন।
আহমেদ জাকিরের অন্য বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ। এর নাম ‘মি. স্মার্ট ও আশ্চর্য মেঘদল’। গল্পের সাথে সাথে চমৎকার অলংকরণ করেছেন সৈয়দ এনায়েত হোসেন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইমেলার ৪নং প্যাভেলিয়নে পাওয়া যাবে গল্পের বইটি।
লেখলেখি নিয়ে আহমেদ জাকির বলেন, ‘ভালোবেসেই শিশুদের জন্য লিখি। শিশুদের জন্য লিখে আনন্দ পাই। আনন্দ আর ভালোবাসার কাজটা করতে চাই সব সময়।’
এএ/পিআর