ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ব্রত রায়ের ৩ বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

এবারের বইমেলায় ছড়াকার ব্রত রায়ের ৩টি বই প্রকাশিত হয়েছে। তার এ বইগুলো হচ্ছে ‘গাছের দলের লোক’। এটি প্রকৃতি, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক কিশোরপাঠ্য ছড়ার বই। বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন। সারস প্রকাশনী এনেছে বইটি। এর মূল্য ১২০ টাকা ৷ পাওয়া যাবে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮২ নং স্টলে ও লিটল ম্যাগাজিন চত্বরে।

‘ছড়া আর টরা’-এই শিরোনামের ছড়ার বইটিরও প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন। সারস প্রকাশনী এনেছে বইটি যার মূল্য ১৩৫ টাকা। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮২ নং স্টলে ও লিটল ম্যাগাজিন চত্বরে পাওয়া যাচ্ছে বইটি।

কিশোরপাঠ্য ছড়ার সংকলন ‘ভালো ছড়া, আলো ছড়া’ নামের এনেছে দেশ পাবলিকেশনস। এটিরও প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন। এটি দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭ বিজয়ী বই। কিশোরদের জন্য প্রেরণা ও উদ্দীপনামূলক বক্তব্য রয়েছে এ বইয়ের ছড়াগুলোয়।

এএ/জেআইএম

আরও পড়ুন