ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

ফরিদুল ইসলাম নির্জনের ‘আশ্রয়’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের অমর একুশে বইমেলায় ফরিদুল ইসলাম নির্জন নিয়ে এসেছেন সমাজ বিপ্লবের ওপর উপন্যাস ‘আশ্রয়’। ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী।

বইমেলার শুরু থেকেই উপন্যাসটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে জাগৃতির ২২৫-২২৬-২২৭ নম্বর স্টলে। ‘আশ্রয়’ তার দ্বিতীয় উপন্যাস এবং চতুর্থ বই।

এর আগে ২০১৬ সালের প্রকাশ হয় তার প্রথম বই ‘স্কুল মাঠে ভূতের মেলা’। ২০১৭ সালে প্রথম উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ২০১৮ সালে প্রকাশ হয় তৃতীয় বই ‘প্রেমের নাম হাসপাতাল’।

বইটির ভূমিকায় কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘‘আশ্রয়’ উপন্যাসের পটভূমি নারীর বেঁচে থাকার দুস্তর পথের অভিযাত্রা। গ্রামীণ পটভূমিতে রচিত এই উপন্যাস সময়ের প্রতিনিধিত্ব করে।’

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন