ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় পলাশ মাহবুবের ৭ বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের ৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে ৫টি বই। কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ২টি বই। বইগুলোর মধ্যে কিশোর উপন্যাস ৪টি, ছোটদের গল্প ২টি এবং কিশোর ছড়া-কবিতার বই ১টি।

উপন্যাস ‘কম বয়সি সন্ধ্যা’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। এছাড়া কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘লালুর লাল জামা’।

অন্যদিকে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত বইগুলো হচ্ছে- কিশোর সিরিজ দলজিক লাবু’র তৃতীয় উপন্যাস- ‘বাবুদের বাজিমাত’, হাস্যরসাত্মক কিশোর উপন্যাস ‘টমোজ’, ছোটদের গল্পের বই ‘তালি’, ‘জরির কাছে পরির চিঠি’ এবং কিশোর ছড়া-কবিতার বই ‘বৃষ্টিরা তিন বোন’।

পলাশ মাহবুব লেখালেখি করছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে। তার প্রথম বই প্রকাশিত হয় ২০০০ সালে। লেখালেখির জন্য বেশকিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এরমধ্যে আছে অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ড, এসিআই আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশুসাহিত্য পুরস্কার।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন