ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

কাদের পলাশের ইচ্ছেরা উড়ে গেছে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

এক দশক ধরে গল্প ও কবিতা লিখছেন কাদের পলাশ। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, ওয়েব পোর্টাল ও বিভিন্ন ছোটকাগজে লেখালেখি করছেন। ২০১৭ সালে তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশ করে দেশ পালিকেশন্স। ‘দীর্ঘশ্বাসের শব্দ’ শিরোনামে বইটি পাঠকপ্রিয়তা পেয়েছিল।

তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় আসছে তার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ইচ্ছেরা উড়ে গেছে’। বইটিতে রয়েছে জীবনমুখী ১৮টি ভিন্ন স্বাদের গল্প। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশ করছে চৈতন্য। ১০৪ পৃষ্ঠার মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বইটিতে যে গল্পগুলো স্থান পেয়েছে, সবগুলো গল্পে শাশ্বত প্রেমকে উপজীব্য করে জীবনের কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। মানুষের জীবন থেকে যেমনি সময় অতীত হয়, তেমনি স্বপ্নরা উড়ে যায় ভিন দেশে। কিছু ইচ্ছে পূরণ হয় অথবা অপূরণীয় থাকে। বইটি নিশ্চয়ই পাঠকের মনে স্থান করে নিতে পারবে।’

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন