ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় সানাউল্লাহ সাগরের পত্রোপন্যাস

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯

সানাউল্লাহ সাগর মূলত কবি। কবিতা লেখার পাশাপাশি এবার লিখলেন পত্রোপন্যাস। যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সামাজ চিন্তা ভিত্তিক রোমান্টিক পত্রোপন্যাস ‘গুহা’ প্রকাশিত হচ্ছে আসছে বইমেলায়।

আল নোমানের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। ১১২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। অগ্রিম পেতে অর্ডার করতে পারেন রকমারি ডটকম ও বইবাজার ডটকমে। বইমেলায় পাওয়া যাবে প্রকাশনীর স্টলে।

বরিশালের বাবুগঞ্জে জন্ম নেওয়া সানাউল্লাহ সাগর বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণা করছেন। তার প্রকাশিত বই— অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি, সাইরেন, কালো হাসির জার্নাল, এই সময়ের নির্বাচিত গল্প।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন